করোনায় আ’ক্রান্ত নারীর সুস্থ সন্তান প্রসব !!

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত এক নারী সুস্থ সন্তান প্রসব করেছেন। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে সিজারিয়ান অস্ত্রপাচারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে মা-ছেলে দুইজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব। নবজাতকের জন্ম দেয়া ৩২ বছর বয়সী করোনায় আ’ক্রান্ত ওই নারী নগরের খুলশী থানার আব্দুল মালেক সোসাইটি এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, করোনায় আ’ক্রান্ত প্রসূতির বাসা নগরীর খুলশী এলাকায়। রোববার সকালে তিনি জেনারেল হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর প্রসবের সম্ভাব্য সময় ছিল ১৮ জুন।

রোববার সকালে তার প্রসব বেদনা উঠলে স্বজনরা প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে করোনা পজিটিভ জানার পর তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুপুরে সফলভাবে তার অস্ত্রোপচার করেন হাসপাতালটির গাইনি কনসালটেন্ট জাহানারা বেগম। এটি ওই নারীর দ্বিতীয় সন্তান। তাদের দুজনকে গাইনি ওয়ার্ডের একটি কক্ষে আইসোলেশান বেডে রাখা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *