করোনায় দেশে আ’ক্রান্তের সংখ্যা ১৯ হাজার ছুঁই ছুঁই, বিস্তারিত…

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভা’ইরাস সংক্রমণে আরো ১৪ জনের মৃ’ত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৪১ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মৃ’ত্যু হয়েছে ২৮৩ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৬৩ জন।আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভা’ইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিন প্রকাশে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে দেশে আরো ১৪ জনের মৃ’ত্যু হয়েছে। এঁরা পুরুষ ১১ জন এবং তিনজন নারী। মৃ’ত্যুবরণকারীদের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন।নতুন যে ১৪ জনের মৃ’ত্যু হয়েছে এঁরা ঢাকার ভেতর ৯ জন এবং ঢাকার বাইরে চট্টগ্রামে পাঁচজন।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে সাত হাজার ৮৩৭টি। এর মধ্যে ঢাকার ভেতর চার হাজার ৯৫৬টি এবং ঢাকার বাইরে দুই হাজার ৮৮১টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে সাত হাজার ৩৯২টি। এর মধ্যে ঢাকার ভেতর চার হাজার ৫৮৮টি আর ঢাকার বাইরে দুই হাজার ৮০৪টি। এর মধ্যে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে এক হাজার ৪১ জনকে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৫১ হাজার ৯৩০টি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *