করোনায় দ্বিতীয় দফার প্রাদুর্ভাবে বাড়ছে লকডাউনের শঙ্কা !!

বিশ্বব্যাপী করোনা ভা’ইরাসের দ্বিতীয় দফা ব্যাপক সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (১২ জুন) করোনায় রেকর্ড সংখ্যক মানুষ আ’ক্রান্ত হয়েছেন ভারতে। এছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যের হাসপাতালগুলোর বিছানা করোনা আ’ক্রান্তদের দিয়ে পূর্ণ হতে শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লকডাউনে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে অনেক দেশ দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় বিশ্বব্যাপী স্বাস্থ্য কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে বর্ণবাদের বিরুদ্ধে চলা ব্যাপক বিক্ষোভ সমাবেশ করোনা সংক্রমণের ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে।

চীনের রাজধানী বেইজিংয়ে দুজন করোনায় আ’ক্রান্ত হয়েছেন বলে শুক্রবার জানানো হয়েছে। এর এক দিন আগে নগর কর্তৃপক্ষ স্কুল বন্ধের সময় বাড়িয়েছিল। প্রায় ৭০ দিন পর ভারত চলতি সপ্তাহে অধিকাংশ গণপরিবহন ব্যবস্থা, অফিস ও শপিং মল খুলে দিয়েছে। তবে এর আগেই স্বাস্থ্য কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এই মুহূর্তে সরকারের এ ধরনের পদক্ষেপ করোনার সংক্রমণকে আরও বাড়িয়ে দেবে।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১০ হাজার ৯৫৬ জন করোনায় আ’ক্রান্ত হয়েছেন। এক দিনে দেশটিতে সর্বোচ্চ আ’ক্রান্তের রেকর্ড এটি। ইউরোপের অধিকাংশ দেশে করোনার নতুন সংক্রমণের হার কমে এসেছে। তবে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হ’ত্যার প্রতিবাদে ইউরোপের বড় শহরগুলোতে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে লক্ষাধিক মানুষ যোগ দেওয়ায় করোনায় নতুন সংক্রমণের ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস ও অ্যারিজোনাসহ প্রায় ছয়টি রাজ্যের হাসপাতালগুলোর বিছানা করোনা রোগীদের দিয়ে পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে মার্কিন অর্থনীতি চালু করতে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার আলবামা, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, ওরিগন ও নেব্রাস্কাতে করোনায় রেকর্ড সংখ্যক মানুষ আ’ক্রান্ত হয়েছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *