করোনায় সবাইকে যে চমক দেখালো দ.কোরিয়া !!

পৃথিবী কাপঁছে করোনা ভা’ইরাসের প্রভাবে। আমেরিকায় শুক্রবার পর্যন্ত মারা গেছে অর্ধলক্ষেরও বেশি মানুষ। সেখানে চমক দেখিয়েছে দক্ষিন কোরিয়া। এই ভা’ইরাসের প্রাদুর্ভাব কার্যকরভাবে মোকাবিলা করা যায় কীভাবে তার উৎকৃষ্ট উদাহরণ দক্ষিণ কোরিয়া।

গত ৪০ দিনের মধ্যে প্রথমবারের মতো করোনভা’ইরাস থেকে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি দেশটিতে। শুক্রবার দক্ষিন কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। খবর সিএনএনদেশটি আ’ক্রান্তের সংখ্যা একক-অঙ্কের রেকর্ড করেছে। টানা চতুর্থ দিন আ’ক্রান্ত একক অঙ্কে ছিল। যার ফলে দেশটিতে করোনা প্রাদুর্ভাব কমে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় তথ্যমতে শুক্রবার সকাল পর্যন্ত, নতুন করে মাত্র ৬ জন আ’ক্রান্ত হয়েছে। মোট আ’ক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭ শত ৮ জন। দেশটিতে এপর্যন্ত মারা গেছে ২ শত ৪০ জন। দেশটিতে আ’ক্রান্তের বেশিরভাগই সুস্থ হয়ে গেছেন। এর সংখ্যা ৮ হাজার ৫ শত ১ জন।বিশেষজ্ঞরা দক্ষিণ কোরিয়ার আ’ক্রান্তের সংখ্যা কম হওয়ার জন্য দেশটির প্রারম্ভিক পর্যায়ই পরীক্ষা করার বিষয়টিই সামনে আনছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *