করোনায় সুখবরের পাশাপাশি দুঃসংবাদও দিলেন চীনা চিকিৎসক !!

প্রা’ণঘাতী করোনা ভাই’রাসের অনিয়ন্ত্রিত যাত্রা চীন থেকে শুরু, ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৯টি দেশে। দিন দিন বাড়ছে মৃত্যু সংখ্যা। এর প্রতিরোধ নিয়ে যখন বিশ্বে চলছে নানা গবেষণা, তখন এনিয়ে আশার কথা জানালেন চীনের স্বনামধন্য শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ জুং নানশান।সম্প্রতি চীনের শেনজেন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এপ্রিলের শেষের দিকেই নিয়ন্ত্রণে চলে আসবে কোভিড-১৯।’

এ ব্যাপারে জুং নানশান বলেন, ‘ক’রোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলো বেশ কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। এতে আমার মনে হচ্ছে, চলতি মাসের শেষদিকে মহামারিটি নিয়ন্ত্রণে আসবে।’ তবে আগামী বসন্তে আরো একটি ভা’ইরাসের প্রাদুর্ভাব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে চীনে করোনাভা’ইরাসের চিকিৎসায় জুং নানশান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার নেতৃত্বাধীন দল করোনাকে নিয়ন্ত্রণে রেখেছেন। তাই তার মন্তব্যকে গুরুত্বকে প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো।

সূত্রঃ বিডি২৪রিপোর্ট

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *