করোনায় সৌদিতে প্রাণ হারিয়েছেন ৬৮ বাংলাদেশি !!

যুক্তরাষ্ট্র ও বৃটেনের পর করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশি মা’রা যাওয়ার ঘটনা ঘটেছে সৌদি আরবে। দেশটিতে এ পর্যন্ত ৬৮ বাংলাদেশির মৃ’ত্যু হয়েছে প্রা’ণঘা’তী ক’রোনায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক’রোনা বিষয়ক সেল রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের দেয়া রিপোর্টে এ তথ্য দেয়া হয়েছে। এতে উল্লেখ রয়েছে, মদিনায় মারা গেছেন ৩৪ জন বাংলাদেশি। যা সবচেয়ে বেশি। দ্বিতীয় সর্বোচ্চ মা’রা গেছে মক্কায়। সেখানে ২৪ জনের মৃ’ত্যু হয়েছে।

জেদ্দায় মা’রা গেছে ১০ জন। হিসাব বলছে, সৌদি আরবে ক’রো’নায় আ’ক্রা’ন্ত হয়ে মা’রা যাওয়া ২৪ জনই চট্টগ্রাম জেলার বাসিন্দা। এক জেলার এত প্রবাসী মা’রা যাওয়ার ঘটনায় হতভম্ব সৌদিস্থ চট্টলা কমিউনিটি।শো’কের ছায়া নেমে এসেছে তাদের মধ্যে। এর পরেই কক্সবাজারের অবস্থান। চট্টগ্রাম বিভাগের ওই জেলার আট জন বাসিন্দা মক্কা ও মদিনায় করোনায় প্রাণ হারিয়েছেন।

তাছাড়া কুমিল্লার পাঁচ জন, ব্রাহ্মণবাড়িয়ার চার জন, নোয়াখালীর তিন জন, চাঁদপুরের তিন জন, ঢাকার দুই জন, মানিকগঞ্জের দুই জন, টাঙ্গাইলের দুই জন, লক্ষ্মীপুরের দুই জন, রবিশালের দুই জন, ভোলার দুই জন এবং নড়াইলের এক জন, নরসিংদীর এক জন,বগুড়ার এক জন, খুলনার এক জন, বরগুনার এক জন, পাবনার এক জন, ফেনীর এক জন, পটুয়াখালির এক জন এবং সিলেটের এক জন বাসিন্দা মা’রা যাওয়ার তথ্য রয়েছে।

সুত্রঃ মানবজমিন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *