Probashi News

করোনায় সৌদি আরবে ৩৫৩ বাংলাদেশির মৃ’ত্যু !!

করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে সৌদি আরবে ১৫ই জুন (সোমবার) পর্যন্ত তিনশ তিপ্পান্ন জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম জানান, রিয়াদ দূতাবাসের আওতাধীন এলাকায় ১৫২ জন এবং জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, কনস্যুলেটের আওতাধীন এলাকায় ২০১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

তাছাড়া প্রতিদিনই নানা রোগে ও স্বাভাবিকভাবে মারা যাচ্ছেন অনেক প্রবাসী। আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বন্ধ থাকায় হাসপাতালের হিমাগারগুলো মরদেহে পরিপূর্ণ হওয়ায় ৭২ ঘন্টার মধ্যে দাফন সম্পন্ন করছে কর্তৃপক্ষ। করোনায় এ পর্যন্ত সৌদি আরবে মোট মৃত্যু হয়েছে ১,০১১ জনের। আ’ক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৮ জন। তবে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৮৯০ জন।

এদিকে, রিয়াদ দূতাবাস কর্তৃক পরিচালিত নারী গৃহকর্মী আশ্রয়কেন্দ্রের কেয়ারটেকার কাম ড্রাইভার শিকদার মোহাম্মদ সাঈদ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। গত ১৩ই জুন শনিবার ভোরে তার মৃত্যু হয়। কেয়ারটেকার এর করোনা উপসর্গে মৃত্যু হওয়ায় সেইফহোমের নারীদের করোনা শনাক্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাসের একটি বিশ্বস্ত সূত্র।

অনেক প্রবাসী আশংকা করছেন সেইফহোমে করোনা পরীক্ষা বিলম্ব হলে ঘটতে পারে বিপত্তি। সেইফহোমে প্রায় দেড় শতাধিক নারী গৃহকর্মী দেশে ফেরার অপেক্ষায় রযেছেন।শিকদার মোহাম্মদ সাঈদ এর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রদূত গোলাম মসীহসহ দূতাবাস পরিবার।

সূত্র-ডিবিসি

J A Suhag

Local News: J A Suhag writes Local News articles for industries that want to see their Google search rankings surge. His articles have appeared in a number of sites. His articles focus on enlightening with informative Services sector needs. he holds the degree of Masters in Business and Marketing. Before he started writing, he experimented with various professions: computer programming, assistant marker, Digital marketing, and others. But his favorite job is writing that he is now doing full-time. Address: 44/8 - North Dhanmondi, Dhaka Email: [email protected]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button