করোনায় স্পেনে গত ছয় সপ্তাহে সবচেয়ে কম মৃ’তের রেকর্ড !!
বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভা’ইরাস। প্রা’ণঘা’তী এই ভা’ইরাসে মৃ’ত্যুপু’রীতে পরিণত হয়েছে বেশ কয়েকটি দেশ। করোনায় মৃ’ত্যুপু’রীতে পরিণত হয় স্পেন। তবে আশার কথা হলো স্পেনে করোনায় মৃতের সংখ্যা দিন দিন কমছে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে গত ছয় সপ্তাহের মধ্যে করোনাভা’ইরাস সবচেয়ে কমসংখ্যক মানুষের প্রাণ কেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৬৮ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৪৩ জনে।এর আগের সেটা ছিল ২৪ হাজার ২৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজারের বেশি মানুষ করোনায় আ’ক্রান্ত হয়েছে।
এ নিয়ে দেশটিতে করোনায় আ;ক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩৫ জনে।করোনার প্রাদুর্ভাব কমে আসায় দেশটিতে লকডাউন শিথিল করে বিভিন্ন অপ্রয়োজনীয় খাত খুলে দেয়া হয়েছে। লকডাউনের বিধি-নিষেধ শিথিলের পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে স্পেন।