করোনায় স্মার্ট লকডাউন প্রয়োগ করল পাকিস্তান !!

পাকিস্তানকে স্মার্ট লকডাউন পদ্ধতির অগ্রদূতদের মধ্যে অন্যতম উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, করো’না’ভা’ইরাসের বিস্তার রো’ধে পাকিস্তানে স্মার্ট লকডাউন প্রয়োগ করা হয়েছে।পুরো ল’ক’ডাউন না করে যে স্থানটি ক’রো’নার হটস্পট হিসেবে চিহ্নিত হচ্ছে সেই স্থানেই ল’ক’ডাউন করা হচ্ছে।

এক টুইট পোস্টে এসব বলেছেন ইমরান খান। দেশের অর্থনীতির ধস ঠেকানোর জন্য করোনা প্রকোপ থাকলেও ল’ক’ডাউন তুলে নেওয়ার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই ভা’ই’রাস নিয়েই বেঁচে থাকতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

ইমরান খান বলেন, অর্থনৈতিক বিপ’র্য’য় ঠেকাতে জায়গাভেদে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া ছাড়া গতি নেই। কোনো টিকা যত দিন না মিলছে, একে বুঝেশুনে মো’কা’বিলা করতে হবে।এদিকে পাকিস্তানে ৯৮ হাজার ৯৪৩ জন করো’না’ভা’ইরাসে আ’ক্রা’ন্ত হয়েছে। আর মারা গেছে দুই হাজার দুজন। সুস্থ হয়েছে ৩৩ হাজার ৪৬৫ জন।

সুত্রঃ এনটিভি অনলাইন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *