করোনায় ১ হাজার ৯৩ বাংলাদেশি প্রবাসীর মৃ’ত্যু !!
করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত ১ হাজার ৯৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশি কূটনীতিক মিশন এবং প্রবাসী বাংলাদেশিরা এ তথ্য জানিয়েছেন। মৃতদের মধ্যে সৌদি আরবে ৩৫৫ জন, যুক্তরাজ্যে প্রায় ৩০৫, যুক্তরাষ্ট্রে ২৭২, সংযুক্ত আরব আমিরাতে ৫০, কুয়েতে ৪০ এবং ইতালিতে ১৪ জন রয়েছেন।
এখন পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ হাজার, সৌদি আরবে ১৪ হাজার, কাতারে প্রায় ৪ হাজার এবং সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার প্রবাসী বাংলাদেশি করোনায় আ’ক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি করোনা আ’ক্রান্ত হয়েছেন। এদিকে দেশে গত ৮ মার্চ করোনাভা’ইরাসে আ’ক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।