Internation News
করোনা নিয়ে স্বস্তির যে খবর পেল ইতালিবাসী !!

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ আমেরিকা। এরপরেই ইতালি। দেশটিতে এপ্রর্যন্ত মারা গেছে ২৭ হাজার ৯ শত ৬৭ জন। আ’ক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৫ হাজার ৪ শত ৬৩ জন। মোট সুস্থ হয়েছে ৭৫ হাজারেরও বেশি। করোনার ছোবল থেকে মুক্তির প্রহর গুনছে ইতালি। এই প্রথম ইতালিতে রেকর্ড সংখ্যক মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে করোনা নিয়ে স্বস্তির খবর পেল ইতালি। গত চার দিনে সবচেয়ে কম ২৮৫ জনের মৃ’ত্যুর রেকর্ড হয়েছে এই দিন। নতুন করে আ’ক্রান্ত হয়েছে ১ হাজার ৮৭২ জন। আ’ক্রান্ত ও মৃ’তের সংখ্যা কমতে থাকায় ৪ মে থেকে ইতালির লকডাউন শিথিল করা হচ্ছে। রোম ও ফ্লোরেন্স বিমানবন্দর খুলে দেওয়া হচ্ছে।