করোনা পরিস্থিতিতে সৌদি আরবে জন প্রতি পাবে ৫০০ রিয়াল !!

করো’না পরি’স্থিতিতে দেশের মানুষের পাশে দাঁ’ড়াতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তার নাগরিকদের সামাজিক সুরক্ষা হিসেবে ‘রমজান সহায়তা’ প্রদা’নের সিদ্ধা’ন্ত নিয়েছেন।তিনি এই রমজানে ১.৮৫ বিলিয়ন সৌদি রিয়াল বা ৪৯ কোটি ২৬ লাখ ডলার পরিমাণ অর্থের সহায়তা বিত’রণের আদেশ দিয়েছেন।

সোমবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রত্যেক পরিবার এক হাজার রিয়াল ও পরিবারের প্রত্যেক সদস্য ৫০০ রিয়াল করে পাবেন। এছা’ড়াও রমজান উপল’ক্ষে দেশটি তাদের অ’ভাবগ্র’স্থ’দের মাঝে খাবার বিত’রণ করে আসছে।করো’না মহা’মা’রি’তে বাদশা সালমান ইয়েমেনেও সহায়’তার হাত বা’ড়িয়ে দিয়েছেন। মানবিক সহা’য়তা ও ত্রাণ কেন্দ্র (কেএসরিলিফ) খোলার মাধ্যমে ইয়েমেনে সহায়তা প্রদান করছে সৌদি বাদশাহ।

সামাজিক নি’রাপ’ত্তার আওতায় এ অর্থ স’হায়তা দেয়া হচ্ছে। রয়টার্স সৌদি প্রেস এজেন্সি আরও জানিয়েছে, সৌদি আরব নিজেদের নাগরিক ছা’ড়াও রমজানে বিভিন্ন দেশে অর্থ সহা’য়তা দিয়ে আসছে।১.৮৫ বিলিয়ন সৌদি রিয়ালের (৪৯২.৬ মিলিয়ন মার্কিন ডলার) মধ্যে প্রত্যেক পরিবার পাবে এক হাজার রিয়াল (২৬৭ মার্কিন ডলার)। প্রত্যেক ব্যক্তি পাবেন ৫০০ রিয়াল (১৩৩ মার্কিন ডলার)। আরব নিউজ

করো’নার কা’রণে সৌদির বিভিন্ন অংশে কার’ফিউ চলছে। তেলের দাম সর্ব নি’ম্নে নে’মে এসেছে। পূণ্যার্থীরা আসছেন না।দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বলেন, অর্থনীতিতে সব চেয়ে সঙ্ক’টময় অবস্থা চলছে। তবে পরি’স্থিতি সামাল দিতে সব পথ খোলা রাখা হয়েছে। মিডল ইস্ট মনিটর

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *