করোনা প্রতিহত করতে কাজ চলছে ৭০টি ভ্যাকসিনের, এগিয়ে হংকং !!
চীনের উহান থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভা’ইরাস। প্রাণঘাতী এই ভা’ইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত আ’ক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ১২৮ জন ও প্রাণ হারিয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৩৭ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৮৪০ জন।
এই প্রাণঘাতী ভা’ইরাস প্রতিহত করতে বিশ্বব্যাপী বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন। করোনা প্রতিহত করতে ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছেন তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বব্যাপী ৭০টি ভ্যাকসিন আবিষ্কারে কাজ চলছে।এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে হংকং অনুমোদিত ক্যানসিনো বায়োলজিকস ইনক। দ্বিতীয় পর্যায়ে আছে বেইজিং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির আবিষ্কৃত একটি পরীক্ষামূলক ভ্যাকসিন।
মার্কিন ড্রাগ প্রস্তুতকারক মোদারনা ইনক এবং ইনোভিও ফার্মাসিউটিক্যালস ইনকের আবিষ্কৃত ভ্যাকসিন মানুষের মধ্যে পরীক্ষা করা হচ্ছে। প্রাণঘাতী করোনাভা’ইরাস প্রতিহত করতে ভ্যাকসিন তৈরির আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বড় ও ছোট ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো।