করোনা-ভাইরাসে প্রাণ গেল আরো এক ইরানি শীর্ষ কর্মকর্তার !!

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে ইরানে এক শীর্ষ কর্মকর্তার মৃ’ত্যু হয়েছে। তিনি ইরানের ‘এক্সপিডেন্সি ডিসারেন্সমেন্ট কাউন্সিল’-র সদস্য ছিলেন বলে জানা গেছে। এই কর্মকর্তার নাম সাইয়েদ মোহাম্মদ মিরমোহমদী।

জানা যায়, সাইয়েদ মোহাম্মদ মিরমোহমদী আজ ভোরে তেহরানের মসিহ দানেশভারি হাসপাতালে মারা যান। এই হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত বিপুল সংখ্যক মানুষ ভর্তি রয়েছেন।

এদিকে জানা গেছে, এক্সপিডিনিসি ডিসারেন্সমেন্ট কাউন্সিল-এর সদস্য নিযুক্ত হওয়ার আগে দুই মেয়াদে ইরানি সংসদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।এদিকে মিরমোহমাদির মৃ’ত্যুর আগে ভ্যাটিকানে ইরানের প্রাক্তন রাষ্ট্রদূত এবং একজন নবনির্বাচিত সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গতকাল রবিবার ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৯৮৭ জনে পৌঁছেছে। মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। সূত্র : বিএএস নিউজ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *