করোনা ভাইরাস প্রতিরোধে ব্যর্থ হওয়ায় বহিষ্কার হল চীনের রাজনৈতিক নেতা !!

দু-তিন সপ্তাহ ধরে যে খবরটি সারা পৃথিবীতে আতঙ্কের সৃষ্টি করেছে, তা হলো চীনের হুবেই প্রদেশের উহান শহরে ‘রহস্যজনক’ করোনাভাইরাস জনিত মহামারি। এই ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েক সপ্তাহে মা’রা গেছে ১৩০০ জনেরও বেশি।

কোন ভাবেই এই মাহামারিকে প্রতিরোধ করতে পারছে না চীন সরকার। সম্প্রতি এই ব্যর্থতার চীনের অনেক সেনা কর্মকর্তাকে বহিষ্কার করেছে চীন। এবার সেই ব্যর্থতার দায়ে চীনের হুবেই প্রদেশের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রাদেশিক নেতা জিয়াং চাওলিয়াংকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, বুধবার মধ্যরাত পর্যন্ত চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩শ ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪০ জন। এছাড়া চীনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ হাজার ২০৬ জন।

উল্লেখ্য, নিউ ইয়র্ক টাইমসের মতে , করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *