করোনা ভ্যাকসিন পেতে চুক্তি করলো ৪ দেশ !!

নভেল করোনাভা’ইরাসের (কোভিড-১৯) সংক্রমণে দিশেহার গোটা বিশ্ব। সবাই তাকিয়ে আছে এর প্রতিষেধকের জন্য। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রতিষেধকের মানবদেহে প্রয়োগও চলছে। যার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের উদ্ভাবিত একটি ভ্যাকসিন। বর্তমানে এটি হিউম্যান ট্রায়ালের তৃতীয় ধাপে রয়েছে।

তবে এরই মধ্যে প্রতিষেধকটি পেতে এর অংশীদার প্রতিষ্ঠান ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে ইউরোপীয় চার দেশের সমন্বয়ে গঠিত জোট ইনক্লুসিভ ভ্যাকসিন অয়ালায়েন্স (আইভিএ)। গতকাল শনিবার অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তিটি সম্পন্ন করে আইভিএ।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত প্রতিষেধকটি ইউরোপে সরবরাহের কাজে সহায়তা দেবে ইতালি, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস। এই চার দেশের সমন্বয়েই গঠিত হয় আইভিএ।চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে ইউরোপীয় এ চার দেশে ৪০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে আস্ট্রাজেনেকা। চলতি বছরের শেষ নাগাদ শুরু হবে ভ্যাকসিন সরবরাহের কাজ।

এর আগে অ্যাস্ট্রাজেনেকা অঙ্গীকার করে, বিশ্বব্যাপী ম’হামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভা’ইরাসের এ সংকটকালে কোন ধরনের মুনাফা ছাড়াই অক্সফোর্ড ইউনিভার্সিটির এ ভ্যাকসিন সরবরাহ করবে তারা।

শনিবার জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অক্সফোর্ড ইউনিভার্সির উদ্ভাবিত করোনার প্রতিষেধকটি বর্তমানে মানাবদেহে পরীক্ষার শেষ ধাপে আছে। প্রতিষেধকটি প্রস্তুত হওয়ার পর এটি পেতে ইতোমধ্যে প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এই ভ্যাকসিন সরবরাহ কর্মসূচিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবগুলো দেশ অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিষেধকটি প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে জনসংখ্যা অনুযায়ী প্রতিটি দেশে এর ডোজ বিতরণ করা হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *