করোনা মোকাবিলায় সফল জাপান – কাজে ফিরছেন প্রবাসীরা !!
প্রা’ণঘা’তী করোনা ভা’ইরাস মোকাবিলায় যেসব দেশ সফল তার মধ্যে জাপান অন্যতম। মহামারির সময় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও পেয়েছেন টোকিও সরকারের সহায়তা। কাজ না থাকলেও বেতন, বাড়ি ভাড়ার অর্থসহ অতিরিক্ত অর্থ দেয়া হয়েছে প্রবাসীদের। কোভিড সংক্রমণ কমে যাওয়ায় আগের মতো কাজেও ফিরেছেন বাংলাদেশিরা।
কোভিড-নাইনটিনের কালো মেঘ কেটে গেছে জাপানে। দেশটির বাসিন্দারা তাই ফিরেছেন আগের মতোই স্বাভাবিক জীবনে। করোনার কারণে যে সময়টায় কাজ বন্ধ ছিল, সেই সংকটময় পরিস্থিতিতে স্থানীয়সহ প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়ায় দেশটির সরকার।
জাপান প্রবাসী বাংলাদেশি মো. মেহেদী হাসান বলেন, জাপানে বসবাসরত বাংলাদেশিদের জাপানি সরকার এক লাখ ইয়েন প্রদান করেছে। যাদের ইনকাম কম তাদের তিন মাসের বাড়িভাড়া প্রদান করেছে।জাপান প্রবাসী বাংলাদেশি সোলাইমান হক বলেন, যাদের কোম্পানি বন্ধ ছিল তারা বেতনের ৮০ ভাগ পেয়েছেন।