কর্মহীন মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে পুলিশ সুপার !!
ঝালকাঠিতে করোনার প্রভাবে ঘরবন্ধী হয়ে পড়া দিনমজুর ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় সবাইকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখারও আহ্বান জানান তিনি।
রবিবার (৫ই এপ্রিল) ঝালকাঠির নলছিটি পৌর এলাকা ও রাজাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামে গিয়ে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। পুলিশ সুপারের কাছ থেকে খাদ্য সামগ্রী পেয়ে খুশির কথা জানান অনেকেই।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, করোনাভা’ইরাসের কারণে উপার্যন বন্ধ হওয়া দিন মজুর ও নিম্ন আয়ের মানুষের বাড়িতে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের কাজ শুরু করেছি। জেলার ৪টি থানায় পুলিশের এ কর্যক্রম চলমান থাকবে বলেও জানান পুলিশ সুপার।
খাদ্য সামগ্রী বিতরণের সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী মো. ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাখাওয়াত হোসেনসহ পুলিশে অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।