কর্মী ভিসা বন্ধ ঘোষণা করল লেবানন !!

ঘোষণা এবার লেবাননে বিদেশী কর্মীর ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। দেশের অর্থ বাইরে যাওয়া ঠেকাতে ও লেবানিজদের কর্মসংস্থান তৈরি করতে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটি।২৭ নভেম্বর লেবানন ভিত্তিক অনলাইন পোর্টাল লেবাননফাইলস ডটকমের খবরে লেবাননে শ্রম মন্ত্রনালয়ের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে।

সেখানে বলা হয়, লেবানন শ্রম মন্ত্রণালয় এক জরুরি বিবৃতি জারি করেছে যে, বিদেশে মুদ্রা স্থানান্তরের পরিমাণ কমাতে এবং লেবানিজদের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিদেশী কর্মী আনার আবেদন বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

লেবানিজদের বেকারত্ব ঘোচাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিদেশী নতুন কর্মীভিসার আর কোন আবেদন গ্রহণ করা হবে না।বিবৃতিতে লেবাননের সকল পর্যায়ে প্রতিষ্ঠানে লেবানিজদের নিয়োগ দিতে আহ্বান করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, ভিসা বন্ধ হলেও লেবাননে যে সকল প্রবাসী রয়েছে তাদের কোন সমস্যা হবেনা বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০১৯ সালটি লেবাননে চরম মন্দা যাচ্ছে। লেবাননের ব্যাংকগুলোতে ডলার সংকট হওয়ার ডলারের দাম বেড়ে আকাশ চুম্বি হয়ে দাঁড়িয়েছে। বেকার হয়ে পড়ছে হাজার হাজার লেবানিজ। মৌলিক দাবি আদায়ে সরকারবিরোধী

আন্দোলন চলছে গত দেড় মাস ধরে। এর জেরে ২৭ নভেম্বর লেবাননে শ্রম মন্ত্রণালয় বিদেশী শ্রমিক আনার ওপর নিষেধাজ্ঞা জারি করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *