কাউন্সিলর খোরশেদের পাশে শামীম ওসমান – ভর্তি করালেন স্কয়ার হাসপাতালে !!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আলোচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও স্ত্রী আফরোজা খন্দকার লুনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে তাদের ভর্তির ব্যবস্থা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।

মানবতার ফেরিওয়ালা উপাধি পাওয়া কাউন্সিলর খোরশেদ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি। করোনার সঙ্কটে রাজনৈতিক ভেদাভেদ ভুলে খোরশেদ ও তার স্ত্রীর পাশে দাঁড়ালেন শামীম ওসমান।বর্তমানে খোরশেদের স্ত্রীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে কাঁচপুরের সাজেদা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য স্বামী-স্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা প্রথমে করোনায় আক্রান্ত হন। স্ত্রীর পর খোরশেদও করোনায় আক্রান্ত হন।শনিবার রাত থেকে খোরশেদের স্ত্রীর অবস্থার অবনতি হলে কাঁচপুরের সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়। স্ত্রী লুনার জন্য আইসিইউ সাপোর্ট পেতে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত চেষ্টা করে যাচ্ছিলেন খোরশেদ। সাজেদা হাসপাতালে থাকা অবস্থায় তাদের খোঁজখবর রেখেছেন এমপি শামীম ওসমান। পরে লুনার অবস্থার অবনতি হলে শামীম ওসমানের সহায়তায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একই সঙ্গে খোরশেদকেও সেখানে ভর্তি করা হয়।

এ বিষয়ে কাউন্সিলর খোরশেদ বলেন, আমি এবং আমার স্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে আমার স্ত্রীকে আইসিইউ সাপোর্ট দেয়া হয়েছে। এখানে ভর্তির জন্য এমপি শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি। এমপির সহযোগিতায় স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছি আমরা। তাই বলতে চাই; করোনার সময়ে রাজনীতি নয়। এখন মানবতা প্রদর্শনের সময়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *