কাতারের সঙ্গে সম্পর্ক পু’নঃস্থাপন করলো সৌদি !!
কাতারের সঙ্গে সম্পর্ক পু’নঃস্থাপন করলো সৌদি আরব। মঙ্গলবার সৌদি আরব ছাড়াও এর মিত্র সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরও কাতারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে সম্মতি দেয়। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সউদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদের পারস্য উপসাগরীয় জোট(জিসিসি) বার্ষিক শীর্ষ সম্মেলনে এ নিয়ে একটি চুক্তি সই করা হয়েছে।কূটনৈতিক বি’রো’ধে’র জে’রে প্রায় সাড়ে তিন বছর ধরে ব’ন্ধ থাকার পর প্রায় সাড়ে তিন বছর পর সোমবার সৌদি আরব কাতারের সাথে এর স্থল ও সমুদ্র সীমান্ত আবার খুলে দিতে রাজি হয়েছে বলে জানায় কুয়েত সরকার।
কাতার বিভিন্ন স’ন্ত্রা’সী গো’ষ্ঠীকে ম’দদ দিচ্ছে, এমন অ’ভি’যো’গ তুলে ২০১৭ সালের জুনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর দোহার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং সব ধরনের যোগাযোগ ছিন্নের ঘোষণা দেয়। তবে এই অ’ভি’যো’গ অ’স্বী’কা’র করে আ’স’ছিল কাতার।