কাতারে মিতরাশ-২ অ্যাপে যুক্ত হলো নতুন সুবিধা
কাতারে মিতরাশ-২ অ্যাপের নতুন আপডেট অনুসারে ‘কমিউনিকেট উইথ আস’ মেনুর মাধ্যমে কাতারে বসবাসরত নাগরিক বা বিদেশিরা নিজেদের পারিবারিক বিরো’ধ নিয়ে অভি’যোগ জানাতে পারবেন।
এছাড়াও মিতরাশ-২ অ্যাপে আরো জানানো হয় যে, কারও আচরণগত সমস্যা, পারস্পরিক বি’রোধ মী’মাংসা, সামাজিক সহায়তা এবং অন্যান্য পরামর্শে’র বিষয়েও সাহায্য চাওয়া যাবে।
মিতরাশ-২ অ্যাপে প্রয়োজনীয় সেবা যু’ক্ত করার লক্ষ্যে নিয়মিত অ্যাপটিকে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপডেট করছে। বর্তমান আপডেট এ মিতরাশ-২ অ্যাপের মাধ্যমে নাম পরিবর্তনের জন্য আবেদনের নিয়ম যু’ক্ত করার কাজ চলছে।
কাতারের এই মিতরাশ-২ অ্যাপ আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, মালায়ালাম, উর্দু এবং স্প্যানিশসহ ৬টি ভাষায় ২২০ টিরও বেশি সেবা দিয়ে যাচ্ছে। ফলে কাতারে বসবাসরতরা খুব সহজে যে কোনো সেবা পেতে পারছেন মোবাইলেই।