কাতার প্রবাসীদের ন্যূনতম মজুরি আইন কার্যকর !!
আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলওসহ বিভিন্ন শ্রম সংস্থার দাবির মুখে কাতারে অভিবাসী শ্রমিকদের মজুরি ১ হাজার রিয়াল নির্ধারণ করে ন্যূনতম মজুরি আইন কার্যকর করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় ২৩ হাজার টাকার বেশি।
শনিবার (২০ মার্চ) এ আইনটি কার্যকর করা হয়। নতুন এ আইন অনুযায়ী এক হাজার রিয়াল মজুরির পাশাপাশি আবাসনের জন্য ৫০০ রিয়াল ও খাবার খরচের জন্য আরও ৩০০ রিয়াল দিতে হবে কোম্পানিগুলোকে।আইনটি কার্যকর করায় খুশি প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। এদিকে আইন কার্যকর হওয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা উপকৃত হবেন বলে মনে করছেন কমিউনিটির নেতারা।
কাতার কমিউনিটি নেতা নিয়াজ কবির চৌধুরী বলেন, ‘কাতার সরকার শ্রমিকদের জন্য সর্বনিম্ন যে মজুরি নির্ধারণ করেছে এতে বাংলাদেশি প্রবাসীরা উপকৃত হবে। আমি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে কাতার সরকারকে অভিনন্দন জানাই।’২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। দেশটিতে চলছে বিশাল কর্মযজ্ঞ, আর এ কর্মযজ্ঞে নিয়োজিতদের অধিকাংশই অভিবাসী শ্রমিক। মূলত আন্তর্জাতিক বিভিন্ন শ্রম সংস্থার দাবির মুখে আইনটি কার্যকর করতে একপ্রকার বাধ্য হলো কাতার সরকার।