কানাডা-অস্ট্রেলিয়ার পর লন্ডনে প্রথম মাইকে আজান !!

পূর্ব লন্ডনের ৯টি মসজিদে উচ্চস্বরে আজানের অনুমতি দিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন। এর আগে কানাডা ও অস্ট্রেলিয়ার নির্দিষ্ট কিছু এলাকায় আজানের অনুমতি দেয় দেশটির সরকার।লন্ডনের ওয়ালহাম ফরেস্ট প্রশাসনকে উদ্ধৃত করে মিরর অনলাইন জানিয়েছে, সোমবার ইফতারির আগে মসজিদের ছাদ থেকে আজান দেয়া হয়। পবিত্র রমজান মাসে প্রতিদিন মাগরিবের আজানের পাশাপাশি শুক্রবার জুম্মার নামাজের আজানও মাইকে দেয়া যাবে।

লন্ডনের মসজিদে উচ্চস্বরে আজান দেয়ার অনুমতি নিতে যারা কাজ করছিলেন তাদেরই একজন আরফান আব্রাহাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পূর্ব লন্ডনের পৌরসভা ঘরানার এলাকায় কখনো এটি হয়নি। আমরা প্রথম এভাবে জোরে আজান দিলাম। করোনার সময় মসজিদে যাওয়া যাচ্ছে না। তাই এভাবে আজান হওয়ায় মসজিদের সঙ্গে আমাদের একটা সংযোগ স্থাপন হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘গত সোমবার আজানের সময় আমার মা-বাবা বাগানে বসে ছিলেন। সেখান থেকেই তারা আজান শুনতে পান। বিষয়টি আমাদের কাছে অন্যরকম অনুভূতি লাগছে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *