Internation News
কারাগারে মারা গেলেন সৌদির বিশিষ্ট আলেম শায়খ ফাহাদ !!

সৌদির বিশিষ্ট দায়ী শায়খ ফাহাদ আল কাযী কারাগারেই ইন্তেকাল করেছেন। বৃটেনভিত্তিক পত্রিকা নিউ আরব-এর অনলাইন সংস্করণে গতকাল এ খবর প্রকাশ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, বাদশাহকে উপদেশমূলক চিঠি লেখায় সাড়ে তিন বছর আগে কারা অন্তরীণ করা হয় বিশিষ্ট দায়ী ফাহাদ আল কাযীকে। অবশেষে কারাগারেই মারা গেলেন তিনি।
অভিযোগ রয়েছে, কারা কতৃপক্ষের পক্ষ থেকে তার স্বাস্থ্যের যথাযথ খোঁজখবর নেওয়া হত না। তাদের অবহেলা এই আলেমের মৃত্যুকে আরও ত্বরান্বিত করেছে বলে সামাজিক মাধ্যমে অভিযোগ করছেন অনেকে।