Jana Ojana
কার্গো জাহাজ আসতে দেখেই নদীতে ঝাঁপ দিল নৌকার ২০ যাত্রী !!

নায়, শনিবার দুপুর ২টায় শংকরপাশা ঘাট থেকে নৌকার মাঝি মামুন প্রায় ২০ জন যাত্রী নিয়ে নওয়াপাড়া বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করেন। নৌকাটি মাঝনদীতে পৌঁছলে মোংলাগামী একটি কার্গো জাহাজ খুব কাছে চলে আসে।
নৌকার যাত্রীরা আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। এ দৃশ্য দেখে আশপাশের নৌকার মাঝিরা ভাসতে থাকা যাত্রীদের উদ্ধার করেন। এ সময় আহত অন্তত ১০ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান জানান, জাহাজ ও যাত্রীবাহী নৌকার মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে নৌকার যাত্রীরা আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। কয়েকজন আহত হয়েছিলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।