দেশের খবর
কুমিল্লায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে প্রাণ গেল যুবকের !!

কুমিল্লার মুরাদনগরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রফিক (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত যুবক উপজেলা নবীপুর মধ্যপাড়া গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
জানা গেছে, বন্ধুদের সঙ্গে শুক্রবার রাতে স্থানীয় নজীর মিয়ার বসত বাড়িতে ব্যাডমিন্টন খেলা শেষে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় রফিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ আহমেদ জানান, এ ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পায়নি।