কুরআন অবমাননা করায় নরওয়ের রাষ্ট্রদূতকে ইমরান খানের তলব !!

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নরওয়েতে পবিত্র কুরআনের অবমাননার ঘটনায় মর্মাহত এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওআইসিন’র সঙ্গে যোগাযোগের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

ডেইলি পাকিস্তান জানায়, সোমবার তেহরিকে ইনসাফের কার্যকরী কমিটির বৈঠকে পাক প্রধানমন্ত্রী নরওয়ের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

ইমরান খান বলেন, ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়। নরওয়ের ঘটনাটি পশ্চিমা বিশ্বে ইসলামফোবিয়ার একটি উদাহরণ। বিষয়গুলোর পর্যালোচনা করা খুবই জরুরি।ইতিমধ্যে বিষয়টি নিয়ে ওআইসিতে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতি বলা হয়, নরওয়ের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে, কুরআনের অসম্মান করায় পাকিস্তানের সরকার এবং জনসাধারণ গভীরভাবে উদ্বিগ্ন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *