কেন্দ্র পরিদর্শন শেষে যা জানালেন ব্রিটিশ ও মার্কিন দূত !!

চলতি ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট চলাকালে এদিন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। তবে দু’জনের কেউই ভোট নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

আজ ১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টায় ঢাকার দুই সিটি করপোরেশনের প্রায় আড়াইহাজার কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল পৌনে ১০টার দিকে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট পরিদর্শনে যান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

এ সময় ভোটকেন্দ্র পরিদর্শনের এক পর্যায়ে তার কাছে সাংবাদিকরা ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। এ সময় তিনি বলেন, ‘অবজার্ভিং অনলি, নো কমেন্টস (শুধু পর্যবেক্ষণ করছি, কোনো মন্তব্য নয়)।’

ভোট চলাকালে রামপুরার একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এ সময় তিনি ভোটকেন্দ্রের ভেতরে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তবে পরিস্থিতি কেমন দেখলেন জানতে চাইলে তিনিও কোনো মন্তব্য করেননি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *