কোকাকোলায় মিশিয়ে করোনার যে ওষুধ খাওয়াচ্ছেন চিকিৎসকরা !!

করোনার কোনো সুনির্দিষ্ট প্রতিষেধক আবিষ্কার হয়নি এখন পর্যন্ত। এ পর্যন্ত মার্কিন ওষুধ রেমডেসিভির কিছুটা কাজ করছে বলে জানা গেলেও সেটিরও রয়েছে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া।এজন্য রোগীদের বিভিন্ন ধরনের লক্ষণ দেখে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। এরই মধ্যে ব্রিটেনের গবেষকরা ক্যান্সারের ওষুধ অ্যাস্ট্রাজেনেকা কিংবা একালাব্রটিনিব গ্রুপের ক্যালকুইন্স ওষুধ পরীক্ষা করেছেন। যদিও এ ওষুধেরও কিছু সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া আছে। এ ওষুধ কোমল পানীয় কোকাকোলার সঙ্গে মিশিয়ে রোগীকে দিচ্ছেন চিকিৎসকরা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের পেনরোজ হসপিটাল এবং সেন্ট ফ্রান্সিস মেডিকেল হসপিটালে রোগীদের ওপর ক্যালকুইন্স পরীক্ষা করেছেন। ১০ থেকে ১৪ দিন এভাবে চিকিৎসা দেয়ার পর ১১ জনের ৯ জন রোগী সুস্থ হয়ে গেছেন।জানা গেছে, সেরে ওঠা দুই রোগী আবার লাইফ সাপোর্টে ছিলেন। তারাও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। পরীক্ষাটি চালানো হয়েছে চলতি বছরের এপ্রিলে। আক্রান্তের শুরুতেই এই ওষুধ বেশ কাজের। তবে দেরি হয়ে গেলে এ ওষুধের কার্যকারিতা কম। পরে ২০০ জন রোগীর ওপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে অ্যাস্ট্রাজেনেকা।

করোনা রোগীদের চিকিৎসায় ক্যালকুইন্স ব্যবহারের পরীক্ষায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সেন্টার ফর ক্যান্সার রিসার্চ এর গবেষকরা এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।জানা গেছে, ওষুধটি ক্যাপসুল কিংবা ট্যাবলেট আকারে থাকে। করোনা রোগীদের অনেকেই ওষুধটি খাওয়ার পর্যায়ে থাকেন না। সে কারণে ওষুধটি গুঁড়া করে কোকাকোলার সঙ্গে মিশিয়ে নলের সাহায্যে রোগীকে দেয়া হয়। উৎস: সময়টিভি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *