কোনো সরকার জনগণের সমর্থন ছাড়া টিকতে পারে না- এরদোগান !!

সোমবার তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলে একটি আন্তর্জাতিক সেমিনার উদ্বোধনকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, যে দেশের জনগণ নিজেদের দেশকে সুরক্ষা দেয়,ওই দেশকে কোন পরাশক্তিই ধ্বংস করতে পারে না। তুর্কি জনগণকে তাই নিজ দেশের সুরক্ষা ও প্রতিরক্ষায়ও ভালো ভূমিকা রাখতে হবে।

এরদোগান বলেন, যে দেশ তার জনগণের কথা শোনে না,জনগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে না; বরং বাইরের সমর্থনে দেশ পরিচালনা করে- তারা টিকে থাকতে পারে না। এদিকে কুর্দি সংগঠন ওয়াইপিজি ও পিকেকের বিরুদ্ধে সিরিয়ার তাল আবিয়াত যুদ্ধবন্দি ৮শ’ আইএস সন্ত্রাসীকে মুক্তি দেয়ার অভিযোগ করেছে তুরস্ক। রোববার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ করে। সোমবার তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম হুররিয়াত এ খবর জানায়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, তুরস্ক একমাত্র দেশ যা ন্যাটো ও আন্তর্জাতিক জোটের বিপক্ষে গিয়ে ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ৪ হাজার সদস্যকে নিঃশেষ করেছে। কিন্তু অন্যদিকে ওয়াইপিজি ও পিকেকে তাল আবায়দে ৮০০ আইএস যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *