কৌতুক অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়: মোশাররফ করিম !!

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয় দিয়ে খুব কম অভিনেতাকেই দেশের আপামর জন সাধারণের কাছে যেতে দেখা গেছে। তবে যারা গেছেন অভিনেতা মোশাররফ করিম তাদের অন্যতম। সকল চরিত্রের অভিনেতা হিসেবে তিনি যেনো পরিচালকদের ভরসার পাত্র।

গত বৃহস্প্রতিবার গেজেট প্রকাশের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় ২০১৭ ও ২০১৮ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্পীদের নাম ঘোষণা করেছ। এতে গেল দুই বছরে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী হিসেবে ফজলুর রহমান বাবু ও মোশাররফ করিমের নাম দেখা গেছে।

এদিকে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কমলা রকেট’ ছবিতে অভিনয়ের জন্য সেরা কৌতুক অভিনেতার পুরস্কার দেয়া হয়েছে মোশাররফ করিমকে। বিষয়টি নিয়েই বেশ কদিন ধরে চলছে আলোচনা সমালোচনা। এই আলোচনা সমালোচনার মধ্যেই আজ মোশাররফ করিম জানিয়ে দিলেন এই পুরস্কার গ্রহণ করছেন না তিনি।

এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮ তে শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে পুরস্কার প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘কমলা রকেট’ চলচ্চিত্রে আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি সেটি কোনোভাবেই কমেডি বা কৌতুক চরিত্র নয়। ছবিটির চিত্রনাট্যকার, পরিচালকসহ সহশিল্পীরা নিশ্চয় অবগত আছেন। একই সঙ্গে যারা ছবিটি দেখেছেন তারাও নিশ্চয় উপলব্দি করেছেন ‘কমলা রকেট’ এ আমার অভিনয় করা ‘মফিজুর’ চরিত্রটি কোনো কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলির একটি।’

মোশাররফ করিম বলেন, ‘সন্মানিত জুরি বোর্ডের কাছে আমার অনুরোধ, ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ আমার জন্য বরাদ্দ করা পুরস্কারটা প্রত্যাহার করে নিলে ভালো হয়। না হলে আমার পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়। আমি কাজটাকে ভালোবেসে আমৃত্যু কাজ করে যেতে চাই। আমার ভক্ত, শুভাকাঙ্খিসহ সকলের কাছে আমার ও আমার পরিবারের জন্য দোয়া চাই। একই সঙ্গে যারা পুরস্কার পেয়েছেন সবাইকে অভিনন্দন জানাই।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *