ক্ষমতাসীন দলের পদ হারাচ্ছেন অমিত শাহ !!

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি পদে পরিবর্তন আসছে। অমিত শাহর স্থানে দলটির নতুন সভাপতি আসছেন। রাজ্যের পাশাপাশি সর্বভারতীয় সভাপতি পদেও এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আগামী সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উত্তরাধিকারী হিসেবে দলীয় সভাপতি পদে বেছে নেওয়া হতে পারে জেপি নাড্ডাকে।

রাজনৈতিক মহল মনে করছে, বিজেপিতে নতুন সভাপতি নির্বাচন হবে নির্দিষ্ট দিনক্ষণ মেনেই। অপরদিকে নাড্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে জেপি নাড্ডার নাম। তাকে অমিত শাহর স্থলাভিষিক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।

বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়লাভের পর মোদি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পান অমিত শাহ। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হন।

তারপর ২০১৯-এর জুলাইয়ে নাড্ডাকে দলের কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ সভাপতির দায়িত্বও সামলাচ্ছিলেন। এবার বিজেপির শীর্ষপদে বসতে চলেছেন নাড্ডা

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *