খবরটি সঠিক নয়, মিথিলার সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন সৃজিত !!
সম্প্রতি অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ও ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সম্পর্কের গুঞ্জনটি বেগবান হচ্ছে। যদিও তারা এ বিষয়ে কখনও সরাসরি মুখ খুলেননি। বরাবরই তারা নিজেদেরকে ভালো বন্ধু বলে দাবি করে আসছেন।
কিন্ত আজ ১৮ নভেম্বর সোমবার বিকালের পর গণমাধ্যমে খবর উঠে আসে যে- আগামী ২২ ফেব্রুয়ারি মিথিলা ও সৃজিত বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
ভারতের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ বিষয়ে খবর উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি প্রণয়মালা গাঁথতে চলেছেন মিথিলা ও সৃজিত।
কিন্তু বিয়ের এ খবরটি সঠিক নয় বলে দাবি করলেন সৃজিত মুখার্জি। আজ সোমবার সন্ধ্যায় হোয়াটস অ্যাপ বার্তায় সৃজিত বলেন, ‘আপনারা ভুল খবর শুনেছেন, খবরটি ভুল।’ সঙ্গে সঙ্গে তার কাছে জানতে চাওয়া হয় কোনটি ভুল- বিয়ে না বিয়ের তারিখ?এ সময় সৃজিত বলেন, ‘কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কাজে ব্যস্ত আছি।’