খোঁচা দিয়ে কাদেরকে যা বললেন আসিফ নজরুল !!

দেশের সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রায় নিজের মত জাহির করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘আওয়ামী লীগ মানে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির শ্লোগান। সব দুঃসময়ের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে আওয়ামী লীগ আজ ক্ষমতায়। আজ সুসময়ে আছে। এই সুসময় চিরদিন নাও থাকতে পারে। ক্ষমতা চিরদিন থাকে না। ক্ষমতার দাপট কেউ দেখাবেন না।’

এরপর তিনি আহ্বান জানান, কমিটি গঠনের ক্ষেত্রে আত্মীয়প্রীতি দেখিয়ে আত্নীয় স্বজনদের নেতা না বানানোর। কাদেরের এমন বক্তব্যের পর ঢাবি অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে তার নিজস্ব একাউন্ট থেকে তাকে খোঁচা মেরে একটি স্ট্যাটাস দেন। আসিফ নজরুলের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো: ‘ওবায়েদুল কাদের বলেছেন আত্নীয় স্বজনদের নেতা না বানাতে। প্রশ্ন আসে, তাহলে শেখ পরশ সাহেবকে যুবলীগের সভাপতি বানালেন কি হিসেবে?’

সূত্রঃ বিডি২৪লাইভ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *