গণস্বাস্থ্যের করোনা শনাক্তের কিট পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র !!

করোনাভা’ইরাস শনাক্তের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের সক্ষমতা পরীক্ষা করতে চায় যুক্তরাষ্ট্রের প্রখ্যাত গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। এ বিষয়ে মঙ্গলবার গণস্বাস্থ্য কেন্দ্রকে চিঠি দিয়েছে সিডিসি।

বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।গণমাধ্যমকে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের কাছে ৮০০ কিট চেয়েছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সিডিসির অফিস। তারা খুব উৎসাহী আছে। গতকাল তারা চিঠি দিয়ে এই কিট চেয়েছে। সিডিসির পরিচালক সরাসরি চিঠি দিয়েছেন আমাদের। তারা আমাদের কিট পরীক্ষা করে দেখতে চায়। আমরা আগামী দুই দিনের মধ্যে ৮০০ স্যাম্পল কিট দিয়ে দেব।’

এছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলেও (বিএমআরসি) কিট জমা দিয়েছে। বিএমআরসির কাছে জমা দিয়েছি। তারা বলেছে, পরীক্ষা করে খুব সত্বর তাদের মতামত দিয়ে দিবে বলে জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সূত্রঃ বিডি-প্রতিদিন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *