গত ২৪ ঘণ্টায় দেশে এসেছেন ৫০১ জন !!

করোনাভা’ইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিরা বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন। যারা দেশে ফিরছেন তারা করোনায় আ’ক্রান্ত কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিমান, স্থল ও সমুদ্রবন্দর দিয়ে ৫০১ জন দেশে এসেছেন।

তাদের সবাইকে স্ক্রিনিং করা হয়েছে। এখন পর্যন্ত ৬ লাখ ৭৫ হাজার ৭৮২ জনকে স্ক্রিনিং করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভা’ইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আসাদের মধ্যে বিমানবন্দর দিয়ে ৩১৪, স্থলবন্দর দিয়ে ৬১ এবং সমুদ্রবন্দর দিয়ে ১২৬ জন এসেছেন। তাদের সবাইকে স্ক্রিনিং করা হয়েছে। এখন পর্যন্ত সর্বমোট স্ক্রিনিং করা হয়েছে ৬ লাখ ৭৫ হাজার ৭৮২ জনকে।’গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৪৯ করোনা রোগী শনাক্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন ৩ জন। এ নিয়ে দেশে করোনায় আ’ক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৬২ জনে ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *