গাজীপুরের ট্রেন দুর্ঘটনা (মধ্যরাতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে)
গাজীপুরে সম্প্রতি ঘটে যাওয়া একটি ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল মধ্যরাতের পর পুনরায় শুরু হতে পারে।
বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের বানখারিয়া (চিলাই নদী) সেতুতে মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়েছিল।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান বুধবার সন্ধ্যায় এ বিষয়ে নিশ্চিত করেছেন।
রেলওয়ের ডিজি কামরুল আহসান বলেন, রেলপথ চালু হলেও ক্ষতিগ্রস্ত বগি ও মালামাল সরানোর পর ট্রেন চলাচল শুরু হবে।
ইতিমধ্যে, ক্ষতিগ্রস্ত রেলপথের ৯৫% মেরামত কাজ সম্পন্ন হয়েছে। দুর্ঘটনায় তিনশত ফুট রেলপথ এবং ট্রেনের বগি ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। একশত স্লিপার সম্পূর্ণ অকেজো হওয়ায়, সেখানে নতুন রেলপথের স্লিপার বসানো হচ্ছে বলে ডিজি জানিয়েছেন।
তিনি আরও বলেন,
“আমরা আশা করছি রাত ১২টার মধ্যে সম্পূর্ণ রেলপথ মেরামত করে ট্রেন পরিষেবা শুরু করতে পারব।”
বুধবার ভোরে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস গাজীপুরের বানখারিয়ার চিলাই সেতুতে পৌঁছালে সাতটি বগি সহ ইঞ্জিন রেলপথের পাশে নিচে পড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময়ে রেলপথ কেটে ফেলেছিল।
ট্রেনটি মোহনগঞ্জ থেকে রাত ১১টায় ছেড়ে আসার পর গাজীপুরের বানখারিয়ার চিলাই সেতুতে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস রেলপথের পাশের জঙ্গল থেকে ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে।