গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকান্ড! কোটি টাকার মালামাল পুড়ে ছাঁই
গাজীপুর শহরের পূবাইল মজুখান এলাকায় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালে পূবাইলের মজুখান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
জাল ব্যবসায়ী খলিলুর রহমান জানান, ঘটনাস্থলে শত শত জাল গুদামে বিপুল পরিমাণ মালামাল মজুদ ছিল। আমাদের চোখের সামনে কোটি কোটি টাকার মাল পুড়ে গেছে। কিছুদিন আগে একই জায়গায় আগুন লেগেছিল। যদিও তখন ক্ষয়ক্ষতি কম ছিল, কিন্তু এবার তা রাস্তায় রাখা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ -সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আগুন পুরোপুরি নিভে যায়নি। স্যাঁতস্যাঁতে কাজ চলছে। তদন্তের পর ক্ষয়ক্ষতি এবং আগুনের সূত্রপাত জানা যাবে।