Internation News
গৃহকর্মীদের দাস দাসী বলা নিষিদ্ধ করলো সৌদি আরব !!

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়ে জানায়, নিয়োগ বিজ্ঞপ্তিতে বিদেশি শ্রমিকদের বলতে হবে কর্মী অথবা নারীকর্মী। সৌদি গেজেটমন্ত্রণালয় আরো জানায়, বিদেশি শ্রমিকদের নিয়োগ বিজ্ঞপ্তিতে এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যা তাদের সম্মানে আঘাত করে।
সেই সঙ্গে এমন কোনো শর্ত দেওয়া যাবে না যা তাদের অধিকারকে সংকুচিত করে।সৌদি বাণিজ্য মন্ত্রণালয় আরো জানায়, কোনো বিজ্ঞাপনে কর্মী, নারীকর্মীদের ছবি অথবা ব্যক্তিগত পরিচয়পত্রের তথ্য দেওয়া যাবে না।
কোনো পরিস্থিতে শ্রমিকদের পরিষেবা গ্রহণ করার জন্য অর্থ ব্যয় করতে হবে এমন শর্তও বিজ্ঞাপনে দেওয়া যাবে না।