গোটা দুনিয়ার মুসলিমদের নাগরিকত্ব দেয়া সম্ভব নয়: অমিত শাহ !!

দেশজুড়ে বিক্ষোভের মাঝে ভারতের লোকসভার পর এবার রাজ্যসভায় পাস হয়েছে বিতর্কিত নাগরিকত্ব বিল (সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল)। বুধবার (১১ ডিসেম্বর) বিতর্ক শেষে বিলটির পক্ষে ভোট দেয় ১২৫ আইনপ্রণেতা আর বিপক্ষে ভোট পড়ে ১০৫টি। এখন রাষ্ট্রপতি সম্মতি দিলেই বিলটি আইনে পরিণত হবে।

এদিকে রাজ্যসভায় নাগরিকত্ব বিলের প্রস্তাব পেশ করে অমিত শাহ বলেন, ‘গোটা দুনিয়া থেকেই যদি মুসলিমরা এসে এ দেশে নাগরিকত্ব চান, তাঁদের সবাইকে কি নাগরিকত্ব দিয়ে দেব? কী করে দেব। এ ভাবে চলতে পারে না।’ তিনি আরও বলেন, ‘প্রতিবেশী তিন দেশের রাষ্ট্রধর্ম হল ইসলাম। সে কারণে শরণার্থী হিসেবে আসা তিন দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। না হলে উৎপীড়নের শিকার ওই মানুষেরা কোথায় যাবেন।’ বিলটি আসায় মুসলিম সমাজ আতঙ্কিত বলে উদ্বেগ প্রকাশ করেন বহু বিরোধী সাংসদ। তবে আমিত শাহ পালটা যুক্তি দেখিয়ে বলেন, ‘কোনও ভাবেই মুসলিমমুক্ত হবে না ভারত।’

সূত্রঃ বিডি২৪লাইভ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *