মুজিববর্ষে পাকা ঘর পাচ্ছে আরও এক লাখ পরিবার !!
বর্তমান সরকারের আমলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ পৌঁছে যাবে উন্নয়নশীল দেশের কাতারে।এমতাবস্তায় গৃহহীন পরিবার ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রী।
নতুন খবর হচ্ছে, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দ্বিতীয় ধাপে আরও এক লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাকা ঘর পাচ্ছে। এর মধ্যে ৫০ হাজার পরিবারকে আগামী এপ্রিলে এবং ৫০ হাজার পরিবারকে জুনে ঘর দেবে সরকার।বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘর নির্মাণ প্রক্রিয়া এগিয়ে নিতে আয়োজিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।