যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে ‘আরও উদার’ হওয়ার ঘোষণা দিলেন বাইডেন !!
যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে আরও উদার হওয়ার ঘোষণা দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বন্ধ হয়ে যাওয়া ‘রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম’ ফের চালুর ঘোষণা দিয়েছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাইডেন এমন ঘোষণা দেন। এসময় তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ডেমোক্র্যাট সরকারের পররাষ্ট্রনীতি ঘোষণা করে বক্তব্যের শুরুতেই বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্র ফিরেছে। পররাষ্ট্রনীতিও ফিরেছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে বন্ধ হয়ে যাওয়া ‘রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম’ পুনরায় চালু হবে।’বাইডেন তার বক্তব্যে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের তীব্র সমালোচনা করে দেশটির আটক শীর্ষ রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন। একইসঙ্গে সামরিক জান্তাকে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সৌদি জোটকে সামরিক সহায়তা বন্ধেরও ঘোষণা দেন বাইডেন।ট্রাম্প সরকারের আমলে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়া চীনের সঙ্গে ‘বৈরিতা ভুলে নতুন মিত্রতা’ স্থাপনের কথা জানান বাইডেন। এছাড়া রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।