চলতি বছরে আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের অর্জনের পাল্লাটাই ভারী !!

ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল মানেই ভক্তদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড়। আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে ফুটবল প্রতিদ্বন্দ্ব্বিতা শুরু হয় উভয় দেশে খেলাটি জনপ্রিয় হওয়ার আগেই। বর্তমান সময় খুব কম মানুষই দেশ দুইটির মধ্যকার যুদ্ধ এবং রাজনৈতিক বোঝাপড়ার কথা স্মরণ করে। দেশ দুইটির মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা প্রায় সব ধরনের ক্রীড়াতেই লক্ষ্য করা যায়, তবে পুরুষ ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা একটু বেশিই। এ বছরে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের অর্জনের পাল্লাটাই ভারী।

আসুন দেখে নিই চলতি বছর কেমন কেটেছে এ দুই দলের…

চলটি বছরে ব্রাজিল ম্যাচ খেলেছে ১৬টি। এর মধ্যে জয় পেয়েছে ৯টিতে। বাকি ৫টি ম্যাচে ড্র করেছে ও হেরেছে ২টি ম্যাচ। ১৬ ম্যাচে ব্রাজিল গোল করেছে ৩৩টি, বিপরীতে হজম করেছে মাত্র ৮টি। ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের বর্তমান অবস্থান ৩ নম্বর।

অন্যদিকে, আর্জেন্টিনা এ বছর ম্যাচ খেলেছে ১৫টি। এর মধ্যে জয় পেয়েছে ৮ ম্যাচে, ড্র করেছে ৪ ম্যাচে ও হেরেছে ৩ ম্যাচ। মেসির দল ২৯টি গোল করার বিপরীতে হজম করেছে ১৫টি।বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা নবম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *