চলতি মাসেই প্রকাশ হতে পারে এসএসসি পরীক্ষার ফলাফল !!

এ মাসেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে আগামী বৃহস্পতিবার অনলাইন বৈঠকে বসতে যাচ্ছেন দেশের সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। বৈঠকে নিজেদের মধ্যে সমন্বয়ের পর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ পাঠানো হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। একই সঙ্গে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম এগিয়ে নেয়া হবে।গত ১৬ মার্চ থেকে একযোগে বন্ধ করে দেয়া হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর ছুটির মেয়াদ বেড়েছে আরও ৪ দফা।

এসএসসি পরীক্ষা হয়ে গেলেও সাধারণ ছুটিতে যোগাযোগ সমস্যার কারণে ফলাফল প্রকাশ নিয়ে জটিলতা তৈরি হয়। ডাক বিভাগ খোলার পর পরীক্ষকদের ওএমআর শিটগুলো সংশ্লিষ্ট বোর্ডে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। সে হিসেবে এর মধ্যেই অধিকাংশ শিট পৌঁছে গেছে। শিক্ষাবোর্ডগুলো আশাবাদী চলতি মাসেই ফল প্রকাশে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ডাক বিভাগের সহযোগিতায় সব কাজ গুছিয়ে এনেছি। ডেট সরাসরি ঘোষণার করার সুযোগ নেই। আসলে চূড়ান্ত কোন কথা বলা যাচ্ছে না।

তবে সব বোর্ডের প্রস্তুতি সমান নয়, তাই বৃহস্পতিবার আন্তঃবোর্ড বৈঠকে জেনে নেয়া হবে সবার বর্তমান অবস্থা। এরপরেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।তবে এ বছর কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ঘরে বসেই সংগ্রহ করতে হবে ফলাফল।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *