চিত্রনায়িকা পপিকে বিয়ের ইচ্ছা পোষণ করলেন হিরো আলম !!
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংহ মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন তিনি। সে কারণে গণমাধ্যমগুলোতে প্রচার হয়েছে হিরো আলমের নাম। তবে এবার হিরো আলম আলোচিত হলেন ভিন্ন এক প্রসঙ্গে। ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে বিয়ের ইচ্ছা পোষণ করলেন তিনি। সম্প্রতি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় এক ‘ইউটিউব’ শোয়ে অংশ নিয়ে হিরো আলম এ ইচ্ছা পোষণ করেন। সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে হিরো আলম বলেন, ‘বাংলাদেশে অনেক নায়িকা আছে, যারা ‘বিয়ে করুম’, ‘বিয়ে করুম’ বলতেছে; কিন্তু এরা বিয়ে করতেছে না। কোনো নায়িকার যদি দায়িত্ব নিতে হয়, তা হলে নিতে পারি। এদের দায়িত্ব নিয়ে যদি তাও বিয়ের সানাইটা বাজাই দেয়া যায়। সেই সময় সঞ্চালক জয় প্রশ্ন করেন, ‘প্রস্তাব দিলে কোনো নায়িকাকে আপনি বিয়ে করতে চান?’ জবাবে হিরো আলম বলেন, ‘পপির কথাই বলি।
‘খালি বলে বিয়ে করুম, বিয়ে করুম।’ এখনও বিয়ে করতেছে না।’ এ সময় কলকাতা থেকেও তাকে বিয়ের প্রস্তাব অনেকে দিচ্ছেন বলে জানান তিনি। তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে হিরো আলম বলেন, ‘না আমার স্ত্রী সন্তান আছে বিয়ে করব না।’ কিন্তু দেশের অনেক অবিবাহিত নায়িকা দেখে দুঃখ হয় হিরো আলমের। তাদের দুঃখ দূর করতে একটি বিয়ে করতেও পারি বলে রসিকতা করেন হিরো আলম।