চীনের গোপন নথি ফাঁস, জানা গেল উইঘুর মুসলিমদের আসল অবস্থা !!

চীনে জিনজিয়াংয়ে হাজার হাজার উইঘুর মুসলিমের বন্দীদশার নতুন করে আরও নথি ফাঁস হয়েছে। বিশেষ ৩১১ জনের নামে যুক্ত করা হয়েছে অধিক তথ্য। ধর্মীয় আচার আচরণসহ তাদের অতীত কর্মকাণ্ড, শত শত আত্মীয়-প্রতিবেশী-বন্ধুদের সঙ্গে তাদের সম্পর্ক ইত্যাদি যাচাই বাছাই করেছে চীনা কর্তৃপক্ষ।

দেখা গেছে, দাড়ি রাখা, হিজাব পরা এমনকি ইন্টারনেট ব্যবহারের জন্য বন্দী করে রাখা হয়েছে তাদের অনেককে। নথির ৫৯৮ নং সারিতে দেখা গেছে, হেলশেম নামে ৩৮ বছর বয়সী নারীকে আটক করে রাখা হয়েছে কয়েক বছর আগে তিনি হিজাব পরেছিলেন-এই অভিযোগে।

বেশ কয়েকজনকে অন্তরীণ করা হয়েছে পাসপোর্টের আবেদন করার জন্য। দেশ ছেড়ে চলে যাওয়াকেও জিনজিয়াংয়ে এখন চরমপন্থা গ্রহণ হিসেবে দেখা হয়। ৬৬ নং সারিতে দেখা গেছে, মেমেতোহতি নামে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে একই কারণে বন্দীশালায় নিয়ে যাওয়া হয়েছে। যদিও তার নামে পাশে লেখা হয়েছে, কোনো ধরনের প্রায়োগিক ঝুঁকি নেই।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *