চীনের পর এবার জাপানে বাড়ছে করোনা আতঙ্ক – আক্রান্ত ৯০ !!

চীনের বাইরে করোনা ভাইরাসে এরই মধ্যে বিশ্বের ২৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসে ওইসব দেশে প্রায় সাড়ে তিনশ মানুষ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। সবশেষ তথ্যানুযায়ী, করোনা ভাইরাসে চীনের বাইরে সবচেয়ে বেশি ৯০ জন আক্রান্ত হয়েছেন জাপানে। এর মধ্যে ৬৪ জন ইয়োকোহামা বন্দরে যাত্রীবাহী জাহাজে কোয়ারাইন্টানে রয়েছেন। এর ফলে সূর্যোদয়ের দেশটিতে মানুষের মধ্যে আতঙ্ক বেড়েই চলেছে।

শেষ খবর পর্যন্ত করোনা ভাইরাসে চীনে ৮১১ জনের মৃত্যু হয়েছে। আর দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩৭ হাজার ১৯৮ জন মানুষ। চীনের বাইরে ফিলিপাইন ও হংকংয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এদিকে প্রতিদিনই ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত হওয়ার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চীনের বাইরে বিভিন্ন দেশ থেকেও ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা যোগ হচ্ছে। তবে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকংয়ে এ সংখ্যা বৃদ্ধির হার বেশি। এরপর ৪০ জন আক্রান্ত নিয়ে তালিকায় রয়েছে সিঙ্গাপুর।

থাইল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২ জানিয়েছে কর্তৃপক্ষ। হংকংয়ে আক্রান্ত রয়েছেন ২৬ জন। এছাড়া দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৫ জন, তাইওয়ানে ১৭ জন মালয়েশিয়ায় ১৬ জন, অস্ট্রেলিয়ায় ১৫ জন, জার্মানি- ভিয়েতনামে ১৩ জন করে ২৬ জন। এসব দেশের বাইরে বেলজিয়াম, কম্বোডিয়া, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ভারত, ইটালি, ম্যাকাও, নেপাল, ফিলিপাইন, রাশিয়া, স্পেন, শ্রীলঙ্কা, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *