চীনের পার্শ্ববর্তী দেশ হলেও করোনায় মারা যায়নি কেউ !!
বৈশ্বিক ম’হা’মারী করোনা ভা’ইরাসের কারণে বিশ্বের বেশির ভাগ দেশ থমকে গেলেও এখনও ব্যতিক্রম রয়েছে কিছু দেশ। করোনা ভা’ইরাসের উতপত্তি যে দেশ সেই চীনের পার্শ্ববর্তী দেশ ভিয়েতনামে এখন মরণ ব্যাধি এই ভা’ইরাসের তেমন কোন প্রকোপ দেখা যায়নি। চীনের প্রতিবেশী হওয়া সত্ত্বেও দেশটিতে করোনায় আ’ক্রান্ত হয়ে এখনো কেউ মারা যাননি। লক্ষাধিক টেস্ট করে রোগী শনাক্ত হয়েছে মাত্র ২৫৭ জন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৪ জন।
চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকার পরও দেশটিতে এখনো করোনায় আ’ক্রান্ত হয়ে মারা যাননি কেউ। বলা যায়, করোনা প্রতিরোধে এখন পর্যন্ত সফল তারা। আর এর প্রধান কারণ করোনা প্রতিরোধে ভিয়েতনাম কর্তৃপক্ষের নেওয়া বেশ কয়েকটি প্রতিরোধমূলক ব্যবস্থা।
চীনে করোনা ভা’ইরাস ছড়িয়ে পড়ার পরই, দেশজুড়ে সাধারণ মানুষের চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ভিয়েতনাম সরকার। শুরু থেকেই নিজেদের উদ্ভাবিত কিট ব্যবহার করে, করোনা শনাক্তে ব্যাপকহারে পরীক্ষা শুরু করা হয়। হাসপাতালের গন্ডি ছাড়িয়ে, পরীক্ষার জন্য বুথ স্থাপন করা হয় বিভিন্ন সড়কে।
এতসব পদক্ষেপের পরও ২৩ জানুয়ারি ভিয়েতনামে চীন ফেরত এক নাগরিকের দেহে প্রথম করোনা শনাক্ত করা হয়। এরপর বিলম্ব না করে, দ্রুত বন্ধ করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। নিয়ন্ত্রণ করা হয় গণপরিবহন চলাচল। বিধিনিষেধ আরোপ করা হয় পর্যটকদের ওপর।