চীনে ছড়াচ্ছে আরেকটি নতুন ভা’ইরাস, তথ্য গোপনের চেষ্টা !!

সর্বপ্রথম চীনেই করোনাভা’ইরাস শনাক্ত হয়। এজন্য অনেকেই চীনকে করোনার উৎপত্তিস্থলও বলে থাকেন। এবার নতুন আরেকটি ভা’ইরাস ম’হামারী আকারে ছড়াচ্ছে চীনে। ভা’ইরাসটির নাম আফ্রিকান সোয়াইন ফিভার (এএসএফ)। চীনের সিচুয়ান প্রদেশে এ ভা’ইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে অভিযোগ উঠেছে, চীনা কর্তৃপক্ষ এ ভা’ইরাসের প্রাদুর্ভাব চেপে রাখতে চাইছে। এ ভা’ইরাস প্রাথমিকভাবে বহন করে শূকর। পরে তা মানবদেহে ছড়ায়।

খবরে বলা হয়েছে, চাইনিজ কৃষি মন্ত্রণালয় বলেছে, সিচুয়ান চীনের বৃহত্তম শূকর উৎপাদন কেন্দ্র। শূকর বহনকারী এক ট্রাকে ১০টি শূকরের মধ্যে এএসএফ ভা’ইরাস পাওয়া গেছে। এর মধ্যে দুটি ইতমধ্যে মারা গেছে। ধারণা করা হচ্ছে শূকর অবৈধভাবে স্থানান্তর করতে গিয়ে এ রোগ ছড়িয়েছে।

এক সপ্তাহের ব্যবধানে এএসএফ ছড়িয়ে পড়ার দ্বিতীয় ঘটনা এটি। দক্ষিণ-পশ্চিম সিচুয়ান এবং জিয়ানজিয়াং শহরে এই ভা’ইরাস ছড়িয়েছে। এক ফার্মে ১২৭ শূকরের মধ্যে ৩৮টিই এএসএফ আক্রান্ত হয়ে মারা গেছে। হুবেই প্রদেশে এক ট্রাকে আরও ১০টি শূকর আক্রান্ত হয়েছে।বিশ্লেষকরা মনে করছেন, খবরে যতটা এসেছে বাস্তব পরিস্থিতি এর চেয়েও খারাপ। চিপ নেলিংগার নামের এক বিশ্লেষক বলেছেন, চীন দেখাতে চাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক আছে কিন্তু তা নয়।

সূত্র: রয়টার্স, দ্যা গার্ডিয়ান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *